সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সা:) কে নিয়ে কুটুক্তি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি শামসুল হক রিজভী এর সভাপতিত্বে ও মোঃ আবুল হাসেম রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাওলানা আতিকুর রহমান আল কাদরী, মুফতি নাজমুল হোসেন আত তাহেরি, হাফেজ শাহাদাত হোসেন আল কাদরী, মুফতি আমিনুল ইসলাম আল কাদরী, মুফতি সাদ্দাম হোসেন আল কাদরী, হাফেজ শরীফ হোসেন আল কাদরী, এনামুল হক মুজাহিদী, ইব্রাহিম আহমেদ বাবুল রেজভী, এরশাদ হোসেন আজহারী, হাফেজ নাসিরুল্লাহ আল কাদরী, সাইফুল্লাহ জীবন রেজভী ও মুফতি আনোয়ার হোসেন আল কাদরী।
বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষকগণ, ছাত্রসেনা, যুব সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন