সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে তৈরী কৃষ্ণপ্রসাদ চট্টগ্রাম বিভিন্ন স্কুলের মুসলিম ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক হরেকৃষ্ণ নামে স্লোগান দিয়ে প্রসাদ খাওয়ানো, ইসকন সংগঠন নিষিদ্ধকরন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বিনষ্ট করে স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরোদ্ধে গভীর ষড়যন্ত্রকারী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রী প্রিয়া সাহার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরাইল উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বৃহস্পতিবার(২৫জুলাই) সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার উচালিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে আলেম, ওলামা ও তৌহিদি জনতার বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আল্লামা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুফতি রায়হান, মুফতি আবুল কাসেম হাসেমী, হাফেজ মাওলানা আব্দুর রাকিব সিকদার, মাওলানা মুফতি মোর্শেদ চৌধুরী, মোহাম্মদ জহির, মাওলানা ফারুক, মুফতি ইলিয়াস, মাওলানা মাহমুদ, মুফতি কামাল, মুফতি এরশাদ উল্লাহ কাসেমী প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন