সরাইলে বিএনপি নেতা শাহ আবু তাহের আর নেই, স্থানীয় এমপিসহ বিভিন্ন মহলের শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব শাহ আবু তাহের(৮৭) আর নেই। আজ শনিবার(১২ডিসেম্বর) বিকাল ৪টা ৫মিনিটে উপজেলা সদরের আলীনগর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি..রাজিউন)। বাদ এশা আলীনগর মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিএনপির প্রবীণ এই নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, ভূইঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ ভূইঁয়া, সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ রকিব উদ্দিন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন