সরাইলে বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুরসহ নেতা-কর্মীদের বাসায় পুলিশি তল্লাশি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেনিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাসায় পুলিশ তুল্লাশি অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার(৪অক্টোবর) দিবাগত রাতে সরাইল থানা পুলিশ এ অভিযান চালায়। রাত ১টায় বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুরের উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ানপাড়ার বাসায় সরাইল থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। এ ব্যাপারে আনিসুল ইসলাম ঠাকুর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পুলিশের একটি টিম আমার ওই বাসায় এসে বিভিন্ন রুমে তল্লাশি চালায়। এ সময় আমি বাসায় উপস্থিত ছিলাম না। তারা এসে আমার অবস্থান জানতে চান এবং খাটের নীচসহ ঘরের বিভিন্ন জায়গায় অর্ধ-ঘন্টা পর্যন্ত খোঁজাখঁজি করেন। এদিকে একই রাতে উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রদল নেতা রিগ্যানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের অনেক নেতা-কর্মীর বাসায় পুলিশ তল্লাশি অভিযান চালায় বলে জানা গেছে। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া তল্লাশি অভিযানের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন