সরাইলে বিএনপি নেতা আতাউর রহমান বকুলের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে বিএনপি নেতা আতাউর রহমান বকুলের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
এম এ করিম সরাইল নিউজ ২৪. কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলার নোয়াগাঁও গ্রামের কাজিউড়ার বাসিন্দা আতাউর রহমান বকুল এর পিতা সামসুল হক মৃধা(৯৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার(১ আগস্ট) সকাল ৮ টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
বাদ জোহর নোয়াগাঁও ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতা আতাউর রহমান বকুল এর পিতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া, সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন