সরাইলে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়।
জানা যায়, গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধায় উপজেলা সদরে তরুন দলের সফল এক কর্মী সভা শেষ হওয়ার কিছুক্ষণ পর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে তুচ্ছ ঘটনার জের ধরে সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি এম দুলাল) ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান ঘটনাস্থলে এসে পুলিশ ফোর্সের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে উভয় পক্ষের লোকজন সম্মত হলে সোমবার ( ২৫ নভেন্বর) বিকালে সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উভয় পক্ষের লোকজনের উপস্থিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বল্প সময়ে আলোচনাক্রমে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুরের মধ্যস্থতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়।
এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে স্বস্থি প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মী ও এলাকার শান্তিপ্রিয় মানুষ। একই সাথে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিকতা ও বিএনপি নেতাদের সক্রিয় প্রচেষ্টায় সংঘর্ষের বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন