সরাইলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ ও শোক পালন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ করে শোক পালন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে আজ বৃহস্পতিবার(১৮ মার্চ) বিকাল ৬টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কালো ব্যাচ ধারণ করে নেতা-কর্মীদের শোক পালন করতে দেখা গেছে।
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ জহির উদ্দিন, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিএনপি নেতা বারিক মিয়া, হামিদ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাছ উদ্দিন, হানিফ মিয়া, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগ্যানসহ অন্যান্য নেতা-কর্মীরা এ সময় কালো ব্যাচ ধারণ করেন। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা রাজপথে শোক পালন করেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন