সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপণ উপলক্ষে সোমবার বিকালে
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস, শ্রমিকদল, নবীন দল ও তরুণদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিজয় মিছিল বের করে। সরাইল উপজেলা সদরের বড়দেওয়ানপাড়া থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথ সভায় মিলিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, বিএনপি নেতা সালা উদ্দিন বিপ্লব, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম, যুবদল নেতা মন্নর আলী, মিজান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদি হাসান পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা জাসাস এর আহবায়ক রিপণ ঠাকুর, সদস্য সচিব সৈয়দ জাকির, শ্রমিক দল নেতা শাহ আলম খন্দকার, উপজেলা নবীন দলের আহবায়ক অনিক হোসেন মৃধা, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, তরুণ দলের আহবায়ক মো. ছাদেক মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। একই দিন প্রত্যুষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস, শ্রমিকদল, নবীন দল ও তরুণদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মন্তব্য লিখুন