সরাইলে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত, এমপি পদে বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারকে দলীয় মনোনয়নের দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলীনগর জামে মসজিদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির প্রবীণ নেতা শাহ মো: আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে এমপি পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার। বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: মোশাহেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন আহম্মেদ, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি, এম আলী) ও এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা জয়নাল মিয়া প্রমুখ। এসময় যুবদল নেতা জিল্লু মিয়া, আব্বাছ উদ্দিন, ছাত্রদল নেতা গাজী আব্দুল মাজিদ, রিগ্যান খন্দকার, সোহাগ মিয়া, বায়েস মিয়াসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বিএনপি নেতা মাসুদ মোল্লা, যুবদল নেতা জাবেদ মিয়া, হিমু মিয়া, জাকির মিয়া, ছাত্রদল নেতা মো: খোকন মিয়া, আরিফুল ইসলাম মুকুল, মো: সাজিন, বাবু, তফছির, সোহাগ, জিহানসহ এলাকার সর্বস্তরের লোকজন। বক্তাগণ ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী সংসদ নির্বাচনে এমপি পদে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারা নির্যাতিত সাহসী নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারকে বিএনপি দলীয় মনোনয়ন দিতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন