সরাইলে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাঁ, পথসভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরোদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার(১১অক্টোবর) বিকালে সরাইল উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে মিছিল বের হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিছিলটি পুলিশের বাঁধার মুখে পন্ড্র হয়ে যায়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার। বিএনপি নেতা আজমল হোসেন ছোটন, জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, যুগ্ম সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন