সরাইলে বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত, ২০আগস্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টারের পরিচালনায় শুক্রবার(২৮জুলাই) সকাল ১০টায় সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, যুগ্ম সম্পাদক আজমল হোসেন ছোটন, সাংগঠনিক সম্পাদক মো: রিপন মিয়া, বিএনপির প্রবীণ নেতা শাহ মো: আবু তাহের, আজহার উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বারসহ সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা বিএনপির ৫ সদস্যের কমিটি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় বক্তাগন ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদস্য সংগহ্র অভিযান চালানোর পাশাপাশি দলের জন্য আন্দোলন সংগ্রামে যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে সেই সমস্ত ত্যাগী নেতাদের নিয়ে দ্রুত সরাইল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার দাবি জানান। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো: আব্দুর রহমান সমাপনী বক্তব্যে বলেন আগামী ১৯আগস্ট পরামর্শ সভা করে ২০আগস্ট সরাইল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
আপনার মন্তব্য লিখুন