সরাইলে বিএনপির নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ ও দোয়া মাহফিল করেছেন। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার(১৮মার্চ) সকাল ১০ টায় উপজেলা সদরের বিকাল বাজারের রিক্সা স্ট্যান্ড এর সামনের মার্কেটের প্রধান ফটকে সমবেত নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ ও দোয়া মাহফিল করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করা হয়। পরে নেতা-কর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজপথে শোক প্রকাশ করেন।
এ সময় সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য দুলাল মাহমুদ আলী, আবু তাহের, মোঃ আফজাল হোসেন, সাদেকুর রহমান রঞ্জন ও কাজল মিয়া, বিএনপি নেতা আইয়ুব মিয়া, মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মিয়া মোহাম্মদ খোকন, ছাত্রদল নেতা সৈয়দ জাকিরুল ইসলাম, নবীন দলের নেতা আল আমিন শারিয়ারসহ অন্যান্য নেতা-কর্মীরা উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করেছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন