সরাইলে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা ও ধানের শীষের আনন্দ মিছিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ডিসেম্বর) বিকালে সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল মাঠে এ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক ৪বার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রকাশ কচি মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ শামীম, আহসান উদ্দিন খান শিপন, এস এন তরুন দে, ভূইঁয়া ফাউন্ডেশনের সত্বাধিকারী কবির আহমেদ ভূইঁয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া বলেন, দেশ এখন ক্রান্তি অতিক্রম করছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী। আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারছেন না। নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে ও দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ৩০ডিসেম্বর নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। এ সময় সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা স্বত:স্ফূর্তভাবে করতালির মাধ্যমে ধানের শীষের পক্ষে নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে সভা শেষে উপস্থিত নেতা-কর্মীদের একটি বিশাল বিছিল উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার পক্ষে ধানের শীষের স্লোগান দিয়ে আনন্দ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আপনার মন্তব্য লিখুন