সরাইলে বাহারি আমের মেলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ২৩ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাহারি আমের মেলা আয়োজন করা হয়েছে। উপজেলা সদরের নিজ সরাইল ব্রিজ সংলগ্ন জায়গায় উক্ত মেলার আয়োজন করা হয়। রাজশাহীর নওগাঁ থেকে কেমিকেলমুক্ত হরেক রকমের মৌসুমী আম সেখানে কিনতে পাওয়া যাচ্ছে। উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার বাসিন্দা নাজমুল ইসলাম ঠাকুর রনির ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই বছরও উক্ত মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহীর নওগাঁর বিভিন্ন বাজার থেকে আম চাষীদের নিকট থেকে বিভিন্ন প্রকারের আম ক্রয় করে গাড়িযোগে সরাসরি সরাইলের উক্ত মেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা সাধারণের নিকট সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। এ ব্যপারে বিক্রেতা নাজমুল ইসলাম ঠাকুর রনি জানান, প্রতি কেজি অাম রুপালি ৯৫টাকা, নাগফজলী ৮৫টাকা, ল্যাংড়া ৯৫টাকা ও
হিমসাহগর ১২০ টাকা ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়া সেখানে উত্তর বঙ্গের বিখ্যাত ক্ষির ও উন্নত জাতের আমের চারা গাছও পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে সীমিত সময়ের মধ্যে যে কেউ সেখান থেকে আম ক্রয় করতে ও প্রয়োজনে ০১৭১২-৭০৮০০০ নম্বরে যোগাযোগ করতে সকলকে আহবান জানিয়েছেন নাজমুল ইসলাম ঠাকুর রনি।
আপনার মন্তব্য লিখুন