সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল চালক রবিউল ইসলাম। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাচঁগাছী ইউনিয়নের শাহাপুর গ্রামের সোলাইমান মিয়ার পুত্র ও একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বাড়িউড়া বাজার থেকে মোটর সাইকেলযোগে জেলা শহরের দিকে যাওয়ার পথে কুট্টাপাড়া নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক রবিউল ইসলাম ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় রবিউল ইসলাম কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ ব্যপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন, ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন