সরাইলে বাল্যবিবাহ ও যৌনহয়রানিকে আনুষ্ঠানিকভাবে লাল কার্ড প্রদর্শন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্যবিবাহ ও যৌনহয়রানিকে আনুষ্ঠানিকভাবে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। উপজেলার পানিশ্বর উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার(১১সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকের উপস্থিতিতে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড প্রদর্শন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, পানিশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলমোহন সূত্রধর, পানিশ্বর ইউপির চেয়ারম্যান দ্বীন ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন