২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বাটা’র পর প্রথম বারের মত এপেক্স জুতার শো-রোম উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইলে বাটা’র পর প্রথম বারের মত এপেক্স জুতার শো-রোম উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রথম বারের মত বাটা জুতার শো রোম উদ্বোধনের পর এপেক্স জুতার শো-রোম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাইল বিকাল বাজার গার্লস স্কুল সড়কের সৈয়দ মফিজ আলী মার্কেটের দ্বিতীয় তলায় এপেক্স জুতার শো-রোম উদ্বোধন করা হয়েছে। এর আগে একই সড়কের পাশে সরাইল সমবায় মার্কেটে আনুষ্ঠানিকভাবে বাটা জুতার শো-রোম উদ্বোধন করা হয়েছে খ্যাতিমান ব্র‍্যান্ড বাটা ও এপেক্স জুতার শো-রোম সরাইলে ইতিপূর্বে না থাকায় ক্রেতা সাধারণকে সরাইলের বাহিরে গিয়ে জেলা ও অন্যান্য শহরের মার্কেট থেকে ক্রয় করতে নানা বিড়ম্বনায় পড়তে হত। সরাইলে প্রথম বারের মত এ সব ব্র‍্যান্ডের জুতার শো-রোম উদ্বোধন হওয়ায় খুশি এলাকার ক্রেতা- সাধারণ।

এ ব্যপারে বাটা ও এপেক্স জুতা শো-রোমের সত্ত্বাধিকারি উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান মোঃ কামাল খন্দকার বলেন, ক্রেতা-সাধারণের সুবিধা আর সময়োপযোগী চাহিদার কথা বিবেচনা করে জুতার জগতে খ্যাতিমান বাটা ও এপেক্স এর পৃথক পৃথক দুটি শো-রোম সরাইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সরাইলের বাহিরে গিয়ে এ সব ব্র‍্যান্ডের জুতা কিনতে ক্রেতা-সাধারণকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। সুলভ মূল্যে ও সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে ক্রেতা-সাধারণ এখন সরাইলেই এ সব ব্র‍্যান্ডের জুতা কেনাকাটা করার সুযোগ পাবেন। দুটি ব্র‍্যান্ডের শো-রোমেই সকল ক্রেতা- সাধারণ ও সকল শুভাকাংখীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন