সরাইলে বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ৪ জুন ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল নিউজ ২৪.কম ডেস্ক রিপোর্টঃ
শিক্ষা শান্তি প্রগতি”, “ছাত্রলীগের মূলনীতি”।
বাংলাদেশ সরকারের ৫০ তম বাজেটকে স্বাগত জানানোর উদ্দেশ্যে, কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষিত অনুষ্ঠানের অংশবিশেষ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় সরাইল উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল উৎযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক এবং দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিন বার নির্বাচিত সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, যুবলীগ নেতা মফিজুর রহমান রনি, হাফেজুল আসাদ সিজার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা গাজী আব্দুল আমিন। এছাড়াও ছাত্রলীগ নেতা তোফাজ্জল আহাম্মেদ আকাশ, মাজহারুল ইসলাম বায়জিদ, ওয়ালিদ ঠাকুর, আকিব, জিহাদ, মোজাম্মেল প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া বক্তারা বলেন এ বাজেটটি গণ-মুখী ও জীবন-জীবিকা সম্পর্কিত। সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে অটল থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।
আপনার মন্তব্য লিখুন