সরাইলে বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আর নেই, বাদ আছর অন্নদা মাঠে জানাযা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল কাটানিশার এলাকার সূর্য সন্তান, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আর নেই। আজ বৃহস্পতিবার(২১ জানুয়ারী) সকাল ১০ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। মরহুমের নামাযে জানাযা বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে সফলতার সহিত দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হিসেবে পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে অনবদ্য অবদান রেখেছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২ বার নির্বাচন করার সুযোগ লাভ করেছিলেন। মাটি ও মানুষের নেতা হিসেবে তৃণমূল নেতা-কর্মীদের কাছে হালিম ভাই হিসেবে সুপরিচিত ছিলেন আওয়ামী লীগের এই নেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় নিজস্ব বাড়ি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও শারীরিকভাবে অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত দলীয় রাজনীতির টানে সকাল থেকে রাত অবদি সরাইলের রাজপথে দেখা যেত এই নেতাকে। অসুস্থতাজনিত কারনে বেশ কিছু সময় চিকিৎসাধীন থেকে চির বিদায় নিলেন সরাইলের সর্বমহলে পরিচিত ও সবার প্রিয় হালিম ভাই। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সরাইলের রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন