সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ২৮ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু ফাউন্ডেশন” এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস মাঠে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং বন্ধু ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম রিপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী জামাল উদ্দিন।
এ সময় কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সমাজসেবক মো. ফজল মিয়া, সাংবাদিক মো. তাসলিম উদ্দিন, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, ভবুতুস চক্রবর্তী উপস্থিত ছিলেন।
বন্ধু ফাউন্ডেশনের প্রধান সন্দীপ দত্ত মানুর আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে সুবিধাভোগী পরিবারদের মাঝে সেমাই, চিনি, দুধ, কিসমিস ও ডাল বিতরণ কর হয়।
আপনার মন্তব্য লিখুন