সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়াগ্রামে বুধবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টায় দেওড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় বন্দুকযুদ্ধে দেওড়া গ্রামের সফি উদ্দিনের পুত্র মেজবা উদ্দিন মামুন ঘটনাস্থলে নিহত হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) মো: কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত ডাকাতের বিরোদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন