সরাইলে বজ্রপাতে নিহত:২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ২জন নিহত হয়েছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া গ্রামের কীর্তন পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো রানিদিয়া গ্রামের কীর্তনপাড়ার আব্দুর রহমানের পুত্র হৃদয় মিয়া(১৪) এবং একই এলাকার ছায়েদুর রহমানের পুত্র মামুন মিয়া(১৮)। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হৃদয় ও মামুন স্থানীয় বিলে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে গুরতর আহত হয়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।
আপনার মন্তব্য লিখুন