সরাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ , ৬ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার(৬ মার্চ) বিকাল ৪ টায় উক্ত ম্যারাথন অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা প্রশাসনিক চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও সরাইল- নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক দিয়ে সরাইল কালিকচ্ছ এলাকা প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বর এসে শেষ।
ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ,
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মাহিম মেজবাহ, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ও আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্চারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত ম্যারাথনে অংশ গ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন