সরাইলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) আনুষ্ঠানিক উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাইল উপজেলা প্রশানের উদ্যোগে সোমবার(৯সেপ্টেম্বর) বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়। সরাইল উপজেলা নির্বাহি অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ। সরাইল উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গসহ খেলোয়ারবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন