সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, সরাইল সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সরাইল সদর ইউনিয়ন একাদশ উপজেলার চুন্টা ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে একই মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃৃৃৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: ইসমত আলী, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী প্রমুখ। উক্ত খেলায় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপচে পড়া ভীড় জমে। উল্লেখ্য গত রোববার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার নয়টি ইউনিয়নের ৯টি ফুটবল দলের মাঝে উক্ত টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর পর্যায়ক্রমে বিভিন্ন দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। সর্বশেষ খেলায় চূড়ান্তভাবে সরাইল ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে উক্ত টুর্নামেন্ট সমাপ্ত হয়।
আপনার মন্তব্য লিখুন