সরাইলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যৈষ্ঠ সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার(২৮সেপ্টেম্বর) বিকেলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ফরহাদ রহমান মাক্কি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খায়রুল খোদা চৌধুরী বাদল, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন জয়, কালিকচ্ছ ইউপি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মুছা, মোঃ বশির উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী মোঃ কায়কোবাদ,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ
আমিন খাঁন, পানিশ্বর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ দ্বীন ইসলাম, চুন্টা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, অরুয়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেব, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন সেলু, যুবলীগ নেতা মোঃ কাইয়ুম, ছাত্রলীগ নেতা আমির খন্দকার প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন