সরাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , ১৬ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সোমবার (১৬ মে) বিকালে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
এ সময় সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী বিশেষ ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উৎসুক দর্শক উপস্থিত থাকতে দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন