সরাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনাসভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার (১৭মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যালিটি ফের উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের ্আালম মিয়া, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: ইসমত আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: হুমায়ুন কবির, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ূব খান প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন হাফেজ মো: শামীম এবং সঞ্চালনা করেন সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার মো: জহিরুল ইসলাম।
আপনার মন্তব্য লিখুন