সরাইলে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধুর উন্নয়ন শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১১জানুয়ারী) সকালে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল উপজেলা চত্বরে এসে শেষ হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শক” শীর্ষক উক্ত আলোচনা সভায় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ রহমান মাক্কি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সরাইল উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মকবুল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয়, সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন