৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে ফুলেল সংবর্ধনায় সিক্ত শিউলি আজাদ এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , ২ মার্চ ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

sarail pic-2-03-2019sarail pic-2-02-03-2019

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নব নির্বাচিত মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদকে নিজ উপজেলা সরাইলে গনসংবর্ধনা দেওয়া হয়েছে। ফুলেল সংবর্ধনায় সিক্ত শিউলি আজাদ এমপি নিজ উপজেলায় প্রথমবার আগমন উপলক্ষে ব্যপক আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার(2মার্চ) বিকালে উপজেলা চত্বরের অনুষ্ঠানে আগমন উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে, সরাইল-নাসিরনগর লাখাই সড়কে ও সরাইল-অরুয়াইল সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করে নেত্রীকে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বিকাল ৩টা থেকে উপজেলা চত্বরে সংবর্ধনাস্থলে দফায় দফায় আনন্দ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আসতে থাকেন। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল নেতা-কর্মীদের ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অধীর আগ্রহে নেত্রীকে বরণ করতে অপেক্ষা করতে থাকেন নেতা-কর্মী ও উৎসুক জনতা। বিকাল ৪টায় সরাইক কুট্টাপাড়া পারিবারিক কবরস্থানে নিজ স্বামী এ কে এম ইকবাল আজাদের কবর জিয়ারতের মাধ্যমে সরাইলে সংবর্ধনা অনুষ্ঠান স্থলের দিকে রওয়ানা দেন শিউলি আজাদ এমপি। সরাইল হাসপাতাল মোড় থেকে উপজেলা চত্বর পর্যন্ত নব নির্বাচিত এমপিকে ফুলেল সংবর্ধনা দিতে ও এক নজর দেখতে লোকজন ভীর জমান। মানুষের ভালবাসায় সিক্ত শিউলি আজাদ এমপি কেদেঁ কেদেঁ হাত নাড়তে নাড়তে গাড়ীতে চড়ে বিকাল ৫টার দিকে অনুষ্ঠানস্থলে পৌছেঁন। এ সময় ফুলে ফুলে বরণ করে নিতে নেতা-কর্মী ও উৎসুক জনতা মঞ্চের আশপাশে ভীড় জমান। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন এর সভাপতিতে ও আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয়ের সঞ্চালনায়¡ অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অন্যান্য ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পওে প্রধান অতিথি হিসেবে শিউলি আজাদ এমপি বক্তব্য রাখেন। বক্তব্যের একপর্যাায়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরাইল উপজেলা আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মো: শফিকুর রহমান সাফিকে উপস্থিত সকলের নিকট তিনি পরিচয় করিয়ে দেন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে তাকেঁ ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত এমপি শিউলি আজাদ তাকেঁ এমপি নির্বাচিত করে এ পর্যায়ে দাড়ঁ করানোর জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি আগামীর পথ চলায় সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। পরে অনুষ্ঠানের সভাপতি এডভোকেট নাজমুল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা সমাপ্ত করেন। এ সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী, প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়াকর্মী ও বিপুল সংখ্যক উৎসুক জনতা অনুষ্ঠানস্থলে ও এর আশপাশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন