এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার(১২ এপ্রিল) বিকেলে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি হাজী আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন জয় ও অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মো.শফিক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইঁয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, কুতুব উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও এলাকাবাসী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের লোকজনের পক্ষ থেকে শিউলী আজাদ এমপিকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন