সরাইলে ”ফলের নিচে গাঁজা”, আটক:২, ভ্রাম্যমান আদালতে সাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ , ২ জুলাই ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের নিচে রাখা গাজাঁ উদ্ধার করেছেন পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকায় সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন , সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে এসআই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করিয়া মহাসড়কে তল্লাশীকালে ডেউয়া ফলের নিচে রাখা এক কেঁজি দুইশত পঞ্চাশ গ্রাম গাজাঁ উদ্ধার করেন। এ সময় ডেউয়া ফলসহ গাজাঁবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো আখাউড়া উপজেলার রাজাপুর এলাকার মদন মিয়ার পুত্র হানিফ মিয়া এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রাজাগঞ্জ আলিয়াবাজার এলাকার মৃত শামছুল হকের পুত্র ইদ্রিস মিয়া। আটক গাজাঁ পাচারকারী ইদ্রিস মিয়াকে এক বছর ও হানিফ মিয়াকে ছয় মাসের বিনাস্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধারকৃত গাজাঁ জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, আটক ও কারাদন্ড প্রাপ্ত দুইজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন