সরাইলে প্রয়াত দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫২তম স্মরণ সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ , ৫ জুন ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
সরাইলে প্রয়াত দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫২তম স্মরণ সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রয়াত দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫২তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের আয়োজনে রোববার (৪ জুন) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্মরণ সভায় হয়।
দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদের সভাপতিত্বে ও সরাইল উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুমন পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
স্বাগত বক্তব্য রাখেন দেওয়ান মাহবুব আলী কতুব মিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান রওশন আরা লাকি। বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, ,
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল , সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, কবি গোলাম মোস্তফা,
আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন