সরাইলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন। অনুষ্টান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন