২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

received_834964250616421 received_507135156926752 received_229782695364538 received_409082363842562

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার(১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শাহবাজপুর নিয়াজ খেলার মাঠে সরাইল ও শাহবাজপুরের সাবেক ক্রিকেটারদের মধ্যে উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে খেলায় সরাইল সাবেক একাদশ ৯৫ রানে অলঅাউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অাকবর। ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শাহবাজপুর একাদশের দুই ওপেনার লেলিন ও ডালিম দেখে শুনে শুরু করলেও এক পর্যায়ে ৬০ রানে ৭ উইকেট হারায়। পরবর্তীতে ডালিম জুনিয়র শক্ত হাতে হাল ধরে দলের জয় নিশ্চিত করেন । তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন।
উল্লেখ্য খেলা অায়োজনে গুরুত্বপূর্ন ভূমিকায় ছিলেন সরাইল ও শাহবাজপুরের এসএসসি ১৯৯৭ ব্যাচের ছাত্ররা । খেলা শেষে প্রীতিভোজের অায়োজন করার জন্য শাহবাজপুর একাদশের ম্যানেজার ও ধারা ভাষ্যকার সাগরকে সকলে ধন্যবাদ জানান। অত্যন্ত সুন্দর পরিবেশে এ ধরনের খেলা ভবিষ্যতে অারো অায়োজনের ব্যাপারে উভয় দল সম্মত হয়েছেন। সরাইল একাদশের নেতৃত্বে ছিলেন জুয়েল ঠাকুর ও শাহবাজপুর একাদশের নেতৃত্ব ছিলেন তানভীর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন