২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

received_834964250616421 received_507135156926752 received_229782695364538 received_409082363842562

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার(১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শাহবাজপুর নিয়াজ খেলার মাঠে সরাইল ও শাহবাজপুরের সাবেক ক্রিকেটারদের মধ্যে উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে খেলায় সরাইল সাবেক একাদশ ৯৫ রানে অলঅাউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অাকবর। ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শাহবাজপুর একাদশের দুই ওপেনার লেলিন ও ডালিম দেখে শুনে শুরু করলেও এক পর্যায়ে ৬০ রানে ৭ উইকেট হারায়। পরবর্তীতে ডালিম জুনিয়র শক্ত হাতে হাল ধরে দলের জয় নিশ্চিত করেন । তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন।
উল্লেখ্য খেলা অায়োজনে গুরুত্বপূর্ন ভূমিকায় ছিলেন সরাইল ও শাহবাজপুরের এসএসসি ১৯৯৭ ব্যাচের ছাত্ররা । খেলা শেষে প্রীতিভোজের অায়োজন করার জন্য শাহবাজপুর একাদশের ম্যানেজার ও ধারা ভাষ্যকার সাগরকে সকলে ধন্যবাদ জানান। অত্যন্ত সুন্দর পরিবেশে এ ধরনের খেলা ভবিষ্যতে অারো অায়োজনের ব্যাপারে উভয় দল সম্মত হয়েছেন। সরাইল একাদশের নেতৃত্বে ছিলেন জুয়েল ঠাকুর ও শাহবাজপুর একাদশের নেতৃত্ব ছিলেন তানভীর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন