সরাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উচ্ছ্বাস
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ , ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উচ্ছ্বাস
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণিল সাজে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দর্শনার্থীদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) নাসরিন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নইফা বেগম। ডা. জাহিদ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মকসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা যুবলীগ নেতা মো. শেলভী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, গাভী, বাছুর, হাঁস, মুরগি, কুকুর, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে।
স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের ৩৬ টি স্টল বসেছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন । প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে সরাইল উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন