সরাইলে প্রবীণ সাংবাদিক আজাদ উদ্দিন ঠাকুরের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ানপাড়া গ্রামের কৃতি সন্তান সরাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক ও উচালিয়াপাড়া বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ উদ্দিন ঠাকুরের পিতা মো: আবু আহমেদ ঠাকুর(৯৬) আজ বুধবার(৩০আগস্ট) দুপুর ১টা ২৫মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি……রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ বাদ মাগরিব সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ। জানাযা শেষে বড়দেওয়ানপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক পুত্র ও ৪কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। পিতার মৃত্যুতে শোকাহত প্রবীণ সাংবাদিক সরাইল আজাদ উদ্দিন ঠাকুর তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন