১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ , ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার(২১) ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে এ খবর নিশ্চিৎ করা হয়েছে। করোনা পজিটিভ সনাক্ত মহিলার নাম শামীমা আক্তার(২৬)। তিনি উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেন এর স্ত্রী। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, তেরকান্দা গ্রামের আবুল হোসেন নারায়নগঞ্জ জেলায় একটি গার্মেন্টস ফ্যক্টরীতে চাকুরী করার সুবাধে পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন। গত শুক্রবার(১৭এপ্রিল) নারায়নগঞ্জ এলাকা থেকে আবুল হোসেন ও তার স্ত্রী শামীমা আক্তার তেরকান্দা গ্রামে আসেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের লোকজন সেখানে গিয়ে পরীক্ষা-নিরিক্ষার জন্য তাদের দুইজনের নমুনা সংগ্রহ করেন ও তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলেন। পরীক্ষা-নিরীক্ষার ফলাফলে আবুল হোসেন এর স্ত্রী শামীমা আক্তার এর দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিৎ করেছে। এ ব্যপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, নারায়নগঞ্জ থেকে তেরকান্দা গ্রামে ২জন লোক আসার খবর পেয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে তাদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়। পরীক্ষা-নিরিক্ষার ফলাফলে আবুল হোসেন এর স্ত্রী শামীমা আক্তার এর দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে৷ শামীমা আক্তারকে আইসোলেশনে রেখে চিকিৎসাসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন