সরাইলে প্রত্যন্ত গ্রামে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ এর উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ ” এরই ধারাবাহিকতায় আজ ২৭ সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের প্রত্যন্ত ক্ষমতাপুর গ্রামে আনষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ এর উদ্বোধন করা হয়েছে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহম্মেদ রাজ্জির সভাপতিত্বে এ উপলক্ষে ক্ষমতাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-২(সরাইল -আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: আব্দুল ওয়ারদ, সরাইল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো:কামরুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: সাদেক মিয়া। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ এর শুভ উদ্বোধন করেন। এসময় জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষমতাপুর গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। প্রত্যন্ত গ্রাম হিসেবে ক্ষমতাপুরে বিদ্যুৎ এর সংযোগ পেয়ে গ্রামের সর্বস্তরের লোকজন মহা খুশি। তাই স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধাসহ বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যুৎ এর সুবিধা প্রাপ্ত প্রত্যন্ত এলাকার জনগণ।
আপনার মন্তব্য লিখুন