সরাইলে প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থী সমর্থকদের উচ্ছ্বাস, আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থী সমর্থকদের উচ্ছ্বাস, আনন্দ মিছিল
এম এ ক৷রিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতীক বরাদ্ধ পেয়ে উচ্ছ্বসিত প্রার্থী সমর্থকগণ। নিজ নিজ প্রতীক এলাকার মানুষকে জানান দিতে আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব এলাকায় যেতে দেখা গেছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকে মিছলে মিছিলে মুখরিত হতে থাকে উপজেলা চত্বর। উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থীগণ পূর্ব নির্ধারিত আজকের তারিখে প্রতীক বরাদ্ধ নিতে সকাল থেকেই নিজ নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলসহ উপজেলা চত্বরে ভীড় জমাতে দেখা যায়। উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্ধ পেয়ে খন্ড খন্ড আনন্দ মিছিল নিয়ে প্রার্থীরা নিজ নিজ এলাকায় যান।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্ধ পাওয়ায় প্রার্থীদের প্রচার-প্রচারনায় প্রত্যেক পাড়া-মহলাসহ ইউপি নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠবে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল তবে সেই সাথে নির্বাচনী সহিংসতার আশংকাও করছেন অনেকে।
আপনার মন্তব্য লিখুন