সরাইলে প্রতিবন্ধী ছাবির মিয়াকে হুইল চেয়ার দিলেন বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের আইরুল গ্রামের প্রতিবন্ধী ছাবির মিয়াকে হুইল চেয়ার উপহার দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আজ শুক্রবার(১৩নভেম্বর) বিকালে আইরুল বাজারে হুইল চেয়ারটি প্রতিবন্ধী ছাবির মিয়ার কাছে হস্তান্তর করেছেন। এ সময় বিএনপি নেতা আনু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম দুলাল, যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, সাবেক মেম্বার ফতে আলী, ইসমাইল, সেলিম লস্কর, মোঃ সেলিম, খাজা আহমেদ, সারোয়ার মোঃ আশরাফ (সবুজ), ছাত্রদল নেতা অনিক হোসেন মৃধা, মীর ওয়ালিদ, হৃদয় লস্কর, জেলা নবীনদলের সহ-সভাপতি আল আমীন, সহ–সাধারণ সম্পাদক আকরাম খান, স্থানীয় লোকজনের মধ্যে ইসলাম মিয়া, মর্তূজ আলী মিয়া, হামেদ আলী, বাচ্চু মিয়া, আব্দুল মিয়া ও প্রবাসী সুমন আহমেদ উপস্থিত ছিলেন। মানবিক কাজে এগিয়ে গিয়ে প্রতিবন্ধী ছাবির মিয়াকে নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার দেওয়ায় এডভোকেট নুরুজ্জামান লস্কুর তপুকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন