সরাইলে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা এডভোকেট মুখলেছুর রহমান আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ , ২০ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা এডভোকেট মুখলেছুর রহমানকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ শনিবার(২০জুন) বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভৈশ্বর বাজারে উক্ত হামলার ঘটনা ঘটে। এডভোকেট মুখলেছুর রহমান সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করেছিলেন।
এ ব্যপারে ভৈশ্বর এলাকার স্থানীয় বর্তমান মেম্বার মলাই মেম্বার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন , পাকশিমুল ইউনিয়ন পরিষদে আজ শনিবার(২০জুন) বিকালে একটি সামাজিক সভা শেষে সিএনজি যোগে ভৈশ্বর বাজারে আসার পর পর স্থানীয় নাসির মেম্বার(সাবেক) এর পুত্র শামিম ও চাচাত ভাই লিয়াকতের নেতৃত্বে ১০/১৫জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেট মুখলেছুর রহমান এর উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার নেপত্য কাহিনী জানতে চাইলে তিনি বলেন, ভৈশ্বর মাঝহাটির বাসিন্দা আলী মাহমুদের পুত্র হামিদ উল্লাহ এর ভৈশ্বর বাজারের একটি ভিটা গত ৮/১০ বছর পূর্বে বিক্রি করেছিলেন সরাইল উপজেলা আওয়ানী লীগ নেতা এডভোকেট মুখলেছুর রহমান এর কাছে। উক্ত জায়গাটি ক্রয় করার পর তিনি সেখানে বিল্ডিং নির্মাণ করে উক্ত জায়গা নিজ দখলে রেখেছেন। কিন্তু জায়গা রেজিষ্ট্রি না করার সুযোগে হামিদ উল্লাহ উক্ত জায়গাটি স্থানীয় সাবেক নাসির মেম্বার এর চাচাত বোন এর নিকট ফের বিক্রি করে দেয় । ফলে বাজারে উক্ত ভিটার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা বিরাজ করছিল। এডভোকেট মুখলেছুর রহমান কর্তৃক পূর্বে ক্রয়কৃত ও তার দখলে থাকা জায়গাটি ফের নাসির মেম্বার(সাবেক) এর চাচাত বোন কিনার কারনেই দরবারের সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন