সরাইলে প্রতিপক্ষের হামলায় সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বার নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭ টায় সরাইল উপজেলা সদরের প্রাতঃ বাজারে সুভাষ মাইক সার্ভিস দোকানের সামনে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের বর্তমান মেম্বার শাহ্ আলম ও একই এলাকার নিহত সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বারের মধ্যে বেপারী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে গোষ্ঠীগত দাঙ্গা চলে আসছিল। উভয় পক্ষের লোকজনের মধ্যে বিভিন্ন সময়ে গোষ্ঠীগত দাঙ্গার জের ধরে মামলা মোকদ্দমাও বিরাজমান রয়েছে। ঘটনার সময় প্রাতঃবাজারের সুভাষ মাইক সার্ভিস দোকানের বিপরীত পার্শ্বে একটি দোকানে বসে থাকা রকেট মেম্বারের উপর হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে এসে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে ও রকেট মেম্বারকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত রকেট মেম্বারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর শাহ আলম মেম্বারের পক্ষের লোকজনের বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদাত হোসেন টিটোর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাবেক ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিক প্রকাশ রকেট মেম্বার নিহত হওয়ার সত্যতা নিশ্চিৎ করে তিনি বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
আপনার মন্তব্য লিখুন