সরাইলে প্রতারনা করে টাকা আদায়কালে দুই কথিত সাংবাদিক আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতারনা করে টাকা আদায়কালে কথিত দুই সাংবাদিককে আটক করেছেন পুলিশ। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর পশ্চিমপাড়া থেকে আজ বুধবার(৩০অক্টোবর) বিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা এলাকার মৃত জয়ধর আলীর পুত্র হাবিবুর রহমান(৪৮) ও একই উপজেলার খারাসার গ্রামের মৃত বদি উজ্জামানের পুত্র জাকির হোসেন(৫০)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বাঙ্গালির একুশে নামক মাসিক পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশ করার কথা বলে স্থানীয় একাধিক ব্যক্তির নিকট থেকে ৫শত টাকা করে হাতিয়ে নেন। একপর্যায়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু আহাম্মদ ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান ভইঁয়াসহ স্থানীয় লোকজনের কাছ একই কথা বলে টাকা দাবি করেন। তাদের গতিবিধি ও আচরন সন্দেহ হলে স্থানয়ি লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষনিক সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে সার্বিক খোজঁ খবর নেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা বলেন, সংবাদ প্রকাশের কথা বলে সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি সাংবাদিক পরিচয়দানকারী হাবিবুর রহমান স্বীকার করেছেন। সাংবাদিক হিসেবে তারা তাদের বৈধ কোনো পরিচয় নিশ্চিৎ করতে পারেনি। তবে এভাবে সাধারন মানুষের কাছ থেকে টাকা আদায় করা স্পষ্টতই প্রতারনা। বিষয়টি আমি সরাইল থানার ওসিকে অবগত করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন