সরাইলে পৃথক পৃথক সংঘর্ষে আহত: ৩০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ , ৭ জুন ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক দুটি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছে। বুধবার(৬জুন) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে ও একই দিন দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে বড়বাড়ি ও পূর্বপাড়ার রুক্কু মিয়া ও মুর্তুজ আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ ব্যপক আকারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ে। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিন ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালসহ আশ-পাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ২জনকে ঢাকায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। এদিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একই দিন দুপুরে চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের আবু কালাম মাষ্টারের লোকজন ও তাদের প্রতিবেশী হাবিবুর রহমানের (৫৫) লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। আহতরা সরাইল হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আপনার মন্তব্য লিখুন