সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দেওয়াড়া গ্রামের কোনাপাড়ার শামীম মিয়ার পুত্র ও কলেজের প্রথম বর্ষের ছাত্র
মুজাক্কিরকে বুধবার সন্ধায় একই এলাকার সাজু ও কাজলের নেতৃত্বে একদল যুবক মারধর করে আহত করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যপারে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আলী রাজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মুজাক্কির এর পক্ষের লোকজন আজ বৃহস্পতিবার ফের প্রতিপক্ষের ২জনকে মারধর করায় বুধবার সন্ধায় মুজাক্কিরকে মারধর করার বিষয়টি আমি জানতে পেরেছি। এ ব্যপারে আমি উভয় পক্ষের মুরব্বীদের সাথে কথা বলে আপোষ-মীমাংসার উদ্যোগ গ্রহন করেছি।আগামীকালের মধ্যেই সামাজিকভাবে উক্ত বিরোধ নিষ্পত্তি করা হবে।
আপনার মন্তব্য লিখুন