১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নিহতঃ ১, পুলিশসহ আহতঃ ২৫

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু”দল গ্রামবাসীর সংঘর্ষে ১জন নিহত হয়েছে। আজ শুত্রুবার(১৩মার্চ) সকাল ৮টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরমানন্দপুর গ্রামের নুর আলী গোষ্ঠী, দেওয়ান বাড়ি ও মিস্ত্রি বাড়ির লোকজনের সাথে প্রতিপক্ষ খাঁ বাড়ি গোষ্ঠী, বকশী পাড়া ও ইউসুফ হাজী গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার(১১মার্চ) সন্ধায় নূর আলী গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের আইয়ুব মিয়া ও তার পুত্রকে মারধর করে। এ ঘটনায় আইয়ুব মিয়া বাদী হয়ে পরদিন বৃহস্পতিবার(১২মার্চ) সকালে নুর আলী গোষ্ঠীর ২০জনকে আসামী করে সরাইল থানায় মামলা দায়ের করেন। একই দিন সন্ধায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে পর দিন শুক্রবার(১৩মার্চ) সকাল ৮টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় খাঁ বাড়ি গোষ্ঠীর মৃত সওদাগর সিদ্দিক এর পুত্র সামসু মিয়া(৬০) নিহত হয়েছেন। ৮পুলিশসহ আহত হয়েছেন উভয় পক্ষের ২৫জন। ২ঘন্টা ব্যপি চলমান সংঘর্ষে যথাসাধ্য চেষ্টা করে পুলিশ সকাল ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহতদের স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন র‍য়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন