১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত:২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ২১ জানুয়ারি ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত  নিহত হয়েছে। শনিবার দিবাগত ভোর রাতে উপজেলার শাহবাজপুর-দেওড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজন গ্রামের আকতার হোসেনের পুত্র আবুল বাশার(২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র আব্দুল ওহাব(৩২)। পুলিশ জানায়, নিহত ডাকাত আবুল বাশার ও আবদুল ওহাবকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শাহবাজপুর এলাকায় অভিযানে যাওয়া হয়। এ সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। সহযোগীদের গুলিতে এসময় আবুল বাশার ও আবদুল ওহাব গুরুতর আহত হয়।  আহত দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ডাকাত আবুল বাশারের বিরুদ্ধে  পাঁচটি ও আবদুল ওহাবের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন