সরাইলে পুরুষ শূণ্য গ্রামে প্রতিপক্ষের হামলা, বসতঘর ভাংচুর ও লুটপাট, অসহায় নারী-শিশুর আর্তনাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হওয়ার জের ধরে গ্রেফতার আতংকে পুরুষ শূন্য এক পক্ষের বাড়িঘরে প্রতিপক্ষের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার, গবাদী পশু ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে শুক্রবার(১২অক্টোবর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আর্তনাদ করছেন ভুক্তভোগী নারী-শিশুরা। চরম উৎকন্ঠায় রয়েছেন তাদের স্বজনরা। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি বিশেষ মহলের ছত্র-ছায়ায় প্রতিপক্ষের লোকজন পুরুষ শূন্য এক পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের এ ঘটনা ঘটিয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, বৃহস্পতিবারের ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। শুক্রবার সকালে গ্রামের ভেতরে কিছু ঘরবাড়িতে ভাংচুরের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকদের সরিয়ে দেয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার(১১অক্টোবর) সকাল ৯টায় আঁখিতারা গ্রামে রাস্থার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে ৩ঘন্টা ব্য।পি সংঘর্ষে প্রতি পক্ষের হামলায় হারুন চৌধুরী নামে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন