২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে পুত্রের বিপদের সংবাদ শোনে মায়ের মৃত্যু,

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

“মা” সে তো মাই। মায়ের তুলনা নেই। সন্তান মাকে ভুলে থাকতে পারলেও মায়ের মনে ঠিকই থাকে সন্তানের প্রতি অকৃত্রিম ভালভাসা। সন্তানের বিপদে প্রথম মায়ের মনই আঁতকে  ওঠে। শুধুই আতঁকে ওঠাই নয়, সন্তানের বিপদ সংবাদ শোনে সন্তানের ভালবাসার কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন মমতাময়ী এক মা।(ইন্নালিল্লাহি….রাজিউন)। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে ১০সেপ্টেম্বর রোববার বিকালে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জয়ধরকান্দি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র আব্দুস সাত্তার ১০সেপ্টেম্বর রোবিবার গ্রামের ৩৭জন যুবকের সাথে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে নৌকা নিয়ে নরসিংদী জেলার বেলাবর থানা এলাকায় যান। এ সময় তাদের সাথে দর্শক হিসেবে ঐ এলাকার শত শত লোক যায়। রোববার যথারীতি সেখানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার গ্রহন করাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় লোকজনের সাথে তাদের সংঘর্ষ সৃষ্টি হয়। এ সংবাদ জয়ধকান্দি গ্রামে ছড়িয়ে পড়লে পুরো গ্রামে আতংকের সৃষ্টি হয়। এ সময় সন্তানের খবর নিতে আব্দুস সাত্তারের মা রূপ বান বেগম(৬২) প্রতিবেশীদের কাছে ছুঁটে বেড়ায়। এক পর্যায়ে বাড়ির পাশে খালের পাড়ে অথৈ পানিতে ঢেউ খেলানো নদীর দিকে সন্তানের আগমনের প্রতীক্ষায় চেয়ে থাকেন তিনি। এময় হঠাৎ করে তিনি অচেতন হয়ে ঢলে পরে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঘরে আনার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বিপদে পড়া আব্দুস সাত্তারসহ গ্রামের অন্যান্য লোকদেরকে উদ্ধার করতে দৌড় ঝাঁপ শুরু করেন তাদের আত্বীয় স্বজন। এক পর্যায়ে তারা স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার বাসভবনে  গিয়ে ঘটনার বিবরন দেন এবং এব্যাপারে সহযোগিতা চাইলে তিনি তাৎক্ষনিক বেলাবোর থানার ওসির সাথে মঠোফোনে কথা বলেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করেন। ঐ দিন সন্ধায় সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিএনপি নেতা হামিদ মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিপদগ্রস্থ লোকদের আত্বীয় স্বজন বেলাবর থানায় গিয়ে আটক লোকদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিপদগ্রস্থ সন্তান আব্দুস সাত্তার সুস্থভাবে বাড়ি ফিরে এলেও দেখে যেতে পারলেন না চিন্তাগ্রস্থ মমতাময়ী মা রূপ বান বেগম। আজ ১১সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় জয়ধরকান্দি গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। পুত্রের বিপদ সংবাদে মায়ের মৃত্যুর ঘটনায়  জয়ধরকান্দি গ্রামে শোক বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন